নির্বাচন উপলক্ষে বান্দরবানের দুই উপজেলায় ভ্রমণ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক:

চলমান ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন উপলক্ষে পর্যটন নগরী বান্দরবানের রুমা ও আলীকদম উপজেলায় গত ২৭ নভেম্বর রাত ১২টা থেকে ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। ইউপি নির্বাচনকে সুষ্ঠু ও পর্যটকদের নিরাপত্তা বিধানে স্থানীয় প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।

বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বান্দরবান পার্বত্য জেলার পর্যটন স্পটগুলোর মধ্যে রুমা উপজেলায় রয়েছে বগালেক, মুনলাই পাড়া, রিজুক ঝর্ণা, দেশের সর্বোচ্চ পাহাড়চূড়া তাজিংডং ও দ্বিতীয় সর্বোচ্চ পাহাড়চূড়া কেওক্রাডং। আর দেশের সর্বোচ্চ সড়কপথ আলীকদম-থানচি সড়ক, রহস্যময় আলীর সুড়ঙ্গ, ডিম পাহাড়, কুরুকপাতা-পোয়ামুহূরী পাহাড়ি সড়ক আলীকদমে অবস্থিত।

দেশী টুয়েন্টিফোরনির্বাচন উপলক্ষে বান্দরবানের দুই উপজেলায় ভ্রমণ নিষিদ্ধ
Comments (0)
Add Comment