সহিংসতার মধ্যে শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা

বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে এবং ১০ পৌরসভায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপের এ ভোটগ্রহণ আজ রোববার সকাল ৮টায় শুরু হয়েছে, বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। দিনভর জাল ভোট, ভোট বর্জন, ব্যালট পেপার ছিনতাই ও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে। এখন চলছে ভোট গণনা।

এবার ৩৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে।

সুষ্ঠুভাবে ভোটগ্রহণ উপলক্ষে সতর্ক অবস্থায় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া প্রতিটি ইউপিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

সারাদেশে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে ১০১ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান ছাড়াও সাধারণ সদস্য পদে ৩৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ইসি সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ কোটি ১ লাখ ৪৯ হাজার ২৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৪২৩ জন, মহিলা ভোটার ৯৯ লাখ ৩২ হাজার ৫৩৮ জন এবং হিজড়া ভোটার ১৯ জন। এই ধাপের নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ১০ হাজার ১৫৯টি এবং ভোটকক্ষের সংখ্যা ৬১টি হাজার ৮৩০টি।

প্রাথমিকভাবে চারটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

ঢাকাঢাকা-৭ আসনের আজিমপুর গার্লস স্কুল কেন্দ্রে আওয়ামী লীগের মোস্তাফা জালাল মহিউদ্দিন ২৯৩ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী মো. সেলিম ২৮৭ ভোট পেয়েছেন।

কুষ্টিয়া: এ আসনের একটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব উল আলম হানিফ এক হাজার ৭৩১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএফের প্রার্থী রকিব উর রহমান খান চৌধুরী পেয়েছেন ১৪৮ ভোট।

গাজীপুর

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের ১১৭ কেন্দ্রের মধ্যে ৭০টির ফলাফল পাওয়া গেছে। এরগুলো মধ্যে এর মধ্যে সিমিন হোসেন রিমি (নৌকা) ৬৫ হাজার ১৯০ ভোট পেয়ে এগিয়ে আছেন। লাঙ্গল প্রতীক নিয়ে এম এম আনোয়ার হোসেন পেয়েছেন ৪ হাজার ৪৯৪ ভোট, বিএনএফের প্রার্থী সারুয়ারে কায়নাত্ টেলিভিশন প্রতীক নিয়ে ১ হাজার ৯৯ ভোট পেয়েছেন।

কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ফল ঘোষণা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার আলাউদ্দিন আলী।

চলছে গণনাসহিংসতার মধ্যে শেষ হলো ভোটগ্রহণ
Comments (0)
Add Comment