চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত

নিজস্ব প্রতিবেদক : 

চাঁদপুরের শাহরাস্তির নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাতেমা-তুজ-জোহরা (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায় গত ২৫ নভেম্বর বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে বানিয়াচো এলাকায় অটোরিক্সা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।কর্তব্যরত চিকিৎসক অবস্থা অবনতি দেখে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন। পরে গত শনিবার ঢাকা পঙ্গু হাসপাতালে তার অবস্থার খানিকটা উন্নতি হলে তিনি ছাড়পত্র নিয়ে চাঁদপুর পিত্রালয়ে ফিরে আসেন।পরে তার বাবার বাড়ি চাঁদপুরে অবস্থানকালে আজ সোমবার  ২৮ নভেম্বর মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, মেয়ে, পিতা-মাতা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জহির জানান ১০ বছর পূর্বে শাহরাস্তি উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্ধা ঢাকার আমেরিকান ইউনিভার্সিটি প্রশাসনিক কর্মকর্তা কবির হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

বর্তমানে ওই দম্পতির তারিমা আনজুম নামের (৫) বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

আজ সোমবার সকাল দশটায় চাঁদপুর তার পিত্রালয়ে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে শিক্ষিকার অকাল প্রয়াণে শাহরাস্তি প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকর্মীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত
Comments (0)
Add Comment