নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মেরে ফেলে একটি গণঅভ্যুত্থান তৈরি করে তারেক রহমানকে এনে দেশে ইরানের খামেনীর মতো একটি বিপ্লব করতে দলটির নেতারা দুঃস্বপ্ন দেখছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গত বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে রাজনৈতিক ইস্যু তৈরি করতে চায় বিএনপি। রাজনীতির মাঠ গরম করে তাদের ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের জাগিয়ে তুলতে চায়। তারা দেশে একটা বিশৃঙ্খলা করতে চায়।
তিনি আরও বলেন, বাংলাদেশের বাতাসে গুজব ভেসে বেড়াচ্ছে খালেদা জিয়া মরলে যে পরিস্থিতি তৈরি হবে, কীভাবে একটি গণঅভ্যুত্থান তৈরি করা যায়, সেই নীলনকশা পরিকল্পনা তৈরি করছে।
স্লো পয়জনিং করে খালেদা জিয়াকে মারার ষড়যন্ত্র করছে সরকার বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘মির্জা ফখরুল কী করে বলেন, স্লো পয়জনিং করে বেগম জিয়াকে মারার ষড়যন্ত্র করছে সরকার? মির্জা ফখরুলের ওই বক্তব্যকে অবান্তর ও হাস্যকর বলেও আখ্যায়িত করেন তিনি।
‘ডাক্তার সব আপনাদের, আওয়ামী লীগের ডাক্তার তো ওখানে ঢুকতে দেন না। গৃহপরিচালিকা আগেও ছিল এখনও আছে, সঙ্গে মির্জা ফখরুলরা ঘুরঘুর করেন। স্লো পয়জনিং করলে তো আপনারাই করছেন।’
খালেদা জিয়া মারা গেলে গণঅভ্যুত্থানকে সৃষ্টি করে সেটি কেন্দ্র করে তারেক রহমানকে টেমস নদীর পাড় থেকে দেশে ফিরিয়ে এনে এখানে খামেনী স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্নই দেখাচ্ছে বিএনপি।