নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ চরমুক্তারপুর এলাকায় আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে চরমুক্তারপুরের হাজি জয়নালের ভাড়াটিয়া কাউসারের ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- কাউসার, তার স্ত্রী শান্তা ও তাদের দুই শিশু সন্তান। তাদেরকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, হাজি জয়নালের চারতলা ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া কাউসারের ফ্ল্যাটের রান্না ঘরের তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ফ্ল্যাটে থাকা কাউসারসহ তার পরিবারের ৪ সদস্য দগ্ধ হন।
তিনি আরও জানান, বিস্ফোরণের পর আগুন রান্নাঘর ও ফ্ল্যাটের অপর দুটি কক্ষে ছড়ায় এবং জানালার কাঁচ ও দরজা ভেঙেপড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দগ্ধদের উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।