আজ শনিবার ( ৪ডিসেম্বর ) হতে চলেছে চলতি বছরের শেষ সূর্যগ্রহণ। আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকা থেকে সূর্যগ্রহণ দেখা যাবে। তবে ভারতে সেই গ্রহণ পরিলক্ষিত হবে না। তা সত্ত্বেও ১২ টি রাশির জাতকদের উপরও গ্রহণের প্রভাব পড়বে। একনজরে দেখে নিন কোন রাশির জাতকদের উপর গ্রহণের কী প্রভাব পড়বে –
- মেষ- মেষ রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণ শুভ হবে না। স্বাস্থ্যের অবনতি হতে পারে। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।
- বৃষ- বৃষ রাশির জাতকদের জন্য গ্রহণ শুভ বলে বিবেচিত হবে। আপনার মান-সম্মান বাড়বে। ব্যবসায় লাভ হবে।
- মিথুন- আপনার জন্য শুভ হবে গ্রহণ। এই সময় পুরনো ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। মনস্কামনা পূর্ণ হওয়ার যোগ তৈরি হচ্ছে।
- কর্কট- কর্কট রাশির জাতকদের জন্য গ্রহণ শুভ হবে না। বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। সন্তানদের দিক থেকে মানসিক চাপে থাকবেন।
- সিংহ- গ্রহণের ফলে লাভবান হবেন। এই সময় আপনার যে সমস্যা আছে, তা মিটে যেতে পারে।
- কন্যা- আপনার রাশির উপর গ্রহণের শুভ প্রভাব পড়বে। এই সময় আপনার সাহস বাড়বে।
- তুলা- তুলা রাশির জাতকদের উপর গ্রহণের অশুভ প্রভাব পড়বে। এই সময় কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন।
- বৃশ্চিক- আপননার রাশির উপর সূর্যগ্রহণের অশুভ প্রভাব পড়বে। এই সময় মানসিক অস্থিরতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে।
- ধনু- ধনু রাশির জাতকদের জন্য অশুভ থাকবে গ্রহণ। অকারণে টাকা খরচ হতে পারে। দৌড়ঝাঁপ করতে হওয়ার সম্ভাবনা আছে।
- মকর- ব্যবসায় উন্নতি হবে মকর রাশির জাতকদের। যাঁরা চাকরি করেন, তাঁরা কেরিয়ারে নয়া সুযোগ পাবেন।
- কুম্ভ- কুম্ভ রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণ শুভ হবে। এই সময় আচমকা আপনার হাতে টাকা আসতে পারে।
- মীন- গ্রহণের সময় মীন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। অকারণেই ঝামেলা হতে পারে। গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।