চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন দুই পা যুবকের

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ সোলাইমান (২৫) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আজ শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের চবি ১ নম্বর রেল গেটের দক্ষিণ পার্শ্বে এই দুর্ঘটনা ঘটে।

 

আহত যুবকের নাম প্রাথমিকভাবে সোলাইমান বলে জানা গেলেও এই রির্পোর্ট লিখা পর্যন্ত তার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মাদ শাহজাহান। তিনি বলেছেন, শনিবার সন্ধ্যা ৭টায় চবির ১ নম্বর গেটের পশ্চিম এলাকায় রেল রাস্তা পারাপারের সময় নাজিরহাটগামী একটি ট্রেন ওই যুবককে ধাক্কা দেয়। এসময় তিনি চাকার নিচে পড়ে যান। পরে দেখা যায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মুমূর্ষু অবস্থায় হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি টিম তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন দুই পা যুবকেরদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment