বান্দরবানের থানচি সড়ক সংলগ্ন ম্রোলং পাড়ায় কৃষি পণ্য সংরক্ষণের জন্য সৌর শক্তি চালিত একটি মিনি হিমাগার বাণিজ্যিকভাবে চালু হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি-সিএইচটিডিএফ যৌথ উদ্যোগে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করে।
গত শনিবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এই মিনি হিমাগার উদ্বোধন করেন।
তিনি বলেন, পাইলট প্রজেক্ট হিসেবে ক্ষুদ্র পরিসরে সৌর বিদ্যুতের মাধ্যমে হিমাগারটি নির্মাণ করা হয়েছে। এটি সফল হলে তিন পার্বত্য জেলায় আরও বৃহৎ পরিসরে এধরনের হিমাগার তৈরীর চিন্তাভাবনা আছে মন্ত্রণালয়ের।
বেশ কয়েকটি সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে ব্যাটারিতে সংরক্ষণ করে তা দিয়ে এয়ার কন্ডিশনারের মাধ্যমে দুটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র দিয়ে সচল রাখা হচ্ছে এই হিমাগার। এই মিনি হিমাগারে ৫ মেট্রিক টন কৃষিপণ্য সংরক্ষণ করা যাবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
গত শনিবার বিকেলে পার্বত্য মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই হিমাগারটির উদ্বোধন করেন। এসময় তাঁর সাথে বান্দরবান জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাওসার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরওয়ার, জেলা পরিষদের সদস্য সিংইয়ং ম্রো, জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা, সিঅং খুমি, ইউএনডিপির কর্মকর্তা খুশি রায় ত্রিপুরা, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন হিমাগারটি চালু হওয়ায় দুর্গম এলাকার পাহাড়ি জনগোষ্ঠী তাদের জুমে ক্ষেত ও বাগানে উৎপাদিত বিভিন্ন ফলমূল ও সবজি এখন থেকে অল্প টাকায় সংরক্ষন করার সুযোগ পাবেন। দ্রুত পচনশীল বিভিন্ন সবজি ও ফল আগে চট্টগ্রাম ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হতো।
এখন হিমাগারে সংরক্ষণ করে অনেকটা বেশি দামে সবজি ফল বিক্রি করতে পারবে কৃষক ও জুমিয়ারা। এতে করে বান্দরবানের চিম্বুক এলাকার জুমিয়া পরিবার ও চাষিরা লাভের মুখ দেখবে বলে সংশ্লিষ্টরা আশা ব্যক্ত করেছেন।