প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করে গত বুধবার (১ ডিসেম্বর) জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
দেশে ফিরে হোটেলে ৫ দিনের কোয়ারেন্টিনে ছিলেন তারা। এখনও সেখানেই আছেন নারী ক্রিকেটাররা। এর মধ্যে এলো খারাপ খবর, দুই নারী ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জিম্বাবুয়ে থেকে ফেরায় ধারণা করা হচ্ছে ওমিক্রনে আক্রান্ত হতে পারেন তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন। দুই ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছে। বাকি ক্রিকেটারদের হোটেলেই নিরাপদে রাখা হয়েছে। তবে বিষয়টি নিয়ে দলের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে বলে।
আজ সোমবার বেলা ১২টায় কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ছিল নারী দলের। সেই হিসেব করে নারী দলের সঙ্গে সাক্ষাত করতে হোটেল সোনারগাঁওয়ে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবির কয়েকজন কর্তা। কিন্তু তারা গিয়ে জানতে পারেন, কোয়ারেন্টিন শেষ হয়নি নারী দলের। উল্টো খবর পান দুজনের করোনায় আক্রান্ত হওয়ার। পরে বিপিএলসহ আরও কয়েকটি বিষয় নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে সেখানে সভা করেন বিসিবি সভাপতি।
ওমিক্রনের আশঙ্কা থাকায় বিষয়টি আর বিসিবির হাতে নেই। স্বাস্থ্য অধিদপ্তর পুরো বিষয়টির দেখভাল করবে। এ নিয়ে নারী দলের এক কর্মকর্তা বলেন, ‘দুজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার পর বিষয়টি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চলে গেছে, তারা এটা দেখভাল করবে। যাবতীয় সিদ্ধান্ত তারাই নেবে। ওমিক্রন কিনা, এটা নিশ্চিত হতে একটি বিশেষ টেস্ট করাতে হয়, সেটাও করানো হচ্ছে।’
নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের কারণে নারী ক্রিকেটারদের ঢাকায় ফিরতে হয় কয়েকটি দেশ ঘুরে! এ কারণেই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয় দলের সবাইকে। আফ্রিকার সাতটি দেশে যাতায়াতকারী বেশিরভাগ ফ্লাইটই স্থগিত করে দিয়েছে বিভিন্ন দেশ। দেশে ফেরার ফ্লাইট পেতে দেরি হচ্ছিল নারী দলের, যে কারণে নির্ধারিত সময়ে রওনা দিতে পারেনি দল।
জিম্বাবুয়েতে বাছাই পর্ব বাতিল হওয়াতে কপাল খুলেছে বাংলাদেশের। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে নারী দল। সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত র্যাঙ্কিয়ের সেরা আটে থাকা দলগুলো আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে। বাংলাদেশ সেরা আটের মধ্যে থাকায় সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে গেছে।