নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরীর আতুরারডিপুর কামরাবাদ আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গতকাল মধ্যরাত দুইটার সময় একটা সেমি পাকা ঘর থেকে সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা যায়। তবে এই ঘটনায় জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আজ মঙ্গলবার (৭ডিসেম্বর) ওই এলাকার স্থায়ী বাসিন্ধা ইফতেখার ইনান দেশী টুয়েন্টিফোর কে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল মধ্যরাত দুইটার সময় একটা সেমি পাকা ঘর থেকে সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে সহযোগীতার জন্য ৯৯৯ এ ফোন করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের নাম্বার নিয়ে তাদেরকে ফোন করা হয় এবং তারা রাত ২:৪০ মিনিটে এ গ্যাসের লাইন বন্ধ করে। তারপর স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে ফায়ার সার্ভিসকে ফোন করলে ফায়ার সার্ভিস এসে আধাঘন্টার মত চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এই ঘটনায় আটকে থাকা লোকজন এবং এলাকাবাসীর কারো কোনো ক্ষতি হয় নাই।