দ্রুত টিকা নেয়ার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী

যারা এখনো করোনা প্রতিরোধী টিকা নেয়নি তাদের দ্রুত টিকা নেয়ারও আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, করোনার নতুন ধরন ওমিক্রনে বাংলাদেশের যে দুজন আক্রান্ত হয়েছেন তাদের মাধ্যমে অন্য কেউ আক্রান্তের তথ্য পাওয়া যায়নি।

আজ রোববার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

এর আগে গত শনিবার (১১ ডিসেম্বর) প্রথম দুইজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের দেহে নতুন এই ধরন পাওয়া যায়। ওমিক্রনে আক্রান্তরা হোটেল সোনারগাঁওয়ে আইসোলেশনে আছেন।

এছাড়া, চলতি বছরের ২৪ নবেম্বর আফ্রিকা মহাদেশের বতসোয়ানায় প্রথম করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয় বলে জানান দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। এরপর দ্রুতগতিতে আফ্রিকা, ইউরোপ ও আমেরিকায় এ ধরন ছড়িয়ে পড়ে। এরআগে ২০২০ সালের সেপ্টেম্বরে ভারতে বিটা, অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় গামা, নভেম্বরে ব্রাজিলে আলফা ও ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ডেলটা নামে করোনার চারটি ধরন আবিষ্কৃত হয়।

দেশী টুয়েন্টিফোরদ্রুত টিকা নেয়ার আহবান করেন স্বাস্থ্যমন্ত্রী
Comments (0)
Add Comment