টাঙ্গাইলের গোপালপুরে একটি মসজিদে সাউন্ড সিস্টেম উপহার হিসেবে দিয়েছে ঢাকাস্থ চীন দূতাবাস। ২০১ গম্বুজের এই মসজিদে উন্নতমানের সাউন্ড সিস্টেম স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করেছে তারা।
সাউন্ড সিস্টেমের প্রয়োজনীয় যন্ত্রাংশ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের সদস্য আবদুল হান্নান ও আবদুল করিম।
মসজিদের কর্তৃপক্ষ জানায়, ২০১ গম্বুজ মসজিদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন ঢাকাস্থ চীন দূতাবাস কর্তৃপক্ষ। তারা মসজিদের মসুল্লিদের নামাজের সুবিধার্থে সাউন্ড সিস্টেম উপহার দেওয়ার আগ্রহ করেন।এরই ধারাবাহিকতায় শনিবার (১১ ডিসেম্বর) সাউন্ড সিস্টেমের প্রয়োজনীয় যন্ত্রাংশ মসজিদে পাঠানো হয়।
সাউন্ড সিস্টেমের যন্ত্রাংশগুলোর মধ্যে রয়েছে, ১ সেট হাই-পারফরমেন্স মিক্সার, ১ সেট ওয়্যারলেস মাইক্রোফোন, ২০ সেট কলাম স্পিকার, ২০ সেট ওয়াল স্পিকার, ২ সেট মাইক্রোফোন ষ্ট্যান্ড, ৫ সেট মাইক্রোফোন, ১ সেট হ্যান্ডগ্রীপ মেগাফোন, ১৬ সেট হর্ন, প্রয়োজনীয় ক্যাবল ও অন্যান্য এক্সেসরিজ।
সাউন্ড সিস্টেমের যন্ত্রাংশগুলোর মধ্যে রয়েছে, ১ সেট হাই-পারফরমেন্স মিক্সার, ১ সেট ওয়্যারলেস মাইক্রোফোন, ২০ সেট কলাম স্পিকার, ২০ সেট ওয়াল স্পিকার, ২ সেট মাইক্রোফোন ষ্ট্যান্ড, ৫ সেট মাইক্রোফোন, ১ সেট হ্যান্ডগ্রীপ মেগাফোন, ১৬ সেট হর্ন, প্রয়োজনীয় ক্যাবল ও অন্যান্য এক্সেসরিজ।
উপহার পেয়ে ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম বলেন, মসজিদের নির্মাণ কাজে সবার অংশগ্রহণ মসজিদের অবশিষ্ট নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হতে সহায়তা করবে। সাউন্ড সিস্টেম উপহার দেওয়ার জন্য তিনি চীন দূতাবাসের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গনচীনের জনগণকে ধন্যবাদ জানান।