ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহকের করা প্রতারণার মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া।
আজ সোমবার (১৩ডিসেম্বর) দুপুরে তিনি আগাম জামিন নিতে আদালতে যান।
পরে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে শবনম ফারিয়ার পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না।
রাজধানীর ধানমন্ডি থানায় ৪ ডিসেম্বর প্রতারণার মামলাটি করেন ইভ্যালির গ্রাহক সাদ স্যাম রহমান। বিষয়টি জানাজানি হয় ৯ ডিসেম্বর।
ওই মামলায় শবনম ফারিয়ার সঙ্গে আরও আসামি করা হয়েছে অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান, অভিনেত্রী রাফিহাথ রশিদ মিথিলাকে।
প্রতারণার অভিযোগ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি বন্ধ করে দিয়েছে সরকার। সেই সঙ্গে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও সিইও মোহাম্মদ রাসেল কারাগারে আছেন।