বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস এক সংবাদ সম্মেলনে বলেছেন, হয়তো আরও অনেক দেশেই ছড়িয়েছে এই ভ্যারিয়েন্ট যা এখনও শনাক্ত হয়নি।
তিনি বলেছেন, এই ভ্যারিয়েন্ট মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করায় তিনি উদ্বিগ্ন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরো বলেন, আমরা এখন নিশ্চিতভাবে বুঝতে পারছি যে এই ভাইরাসকে শুরুতে একেবারেই গুরুত্ব দেইনি আমরা। এখন ওমিক্রন যদি অপেক্ষাকৃত কম গুরুতর রোগও হয়ে থাকে, আক্রান্তের হারে যে ঊর্ধ্বগতি তার জন্য স্বাস্থ্য ব্যবস্থা প্রস্তুত নয়, ফলে আবারও পুরো বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা একটি বেকায়দায় পড়ার ঝুঁকি রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট অতি সংক্রমণশীল এবং সারা বিশ্বে এই ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করতে পারে, কিন্তু এর লক্ষণগুলো খুবই মৃদু। নভেম্বরে প্রথম দক্ষিণ আফ্রিকাতে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয় এবং দেশটিতে এখন পর্যন্ত নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।
ওমিক্রনের কারণে বিশ্বের অনেক দেশ দক্ষিণ আফ্রিকাতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে, ফলে চাপে পড়েছে দেশটির অর্থনীতি। কিন্তু ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে ওমিক্রনের ছড়িয়ে পড়া আটকানো যায়নি।
ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে অনেক দেশই এখন বুস্টার ডোজ দেওয়া শুরু করছে।
ফাইজার/বায়োএনটেকের ভ্যাকসিন নিয়ে করা এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এটি মূল স্ট্রেনের তুলনায় ওমিক্রনের বিরুদ্ধে অনেক কম নিরপেক্ষ অ্যান্টিবডি তৈরি করে। কিন্তু এই ঘাটতি তৃতীয় একটি ডোজ বা বুস্টার ডোজের মাধ্যমে মেটানো সম্ভব।
করোনাভাইরাস নিয়ে আরও কিছু…
১. যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা আট লাখ ছাড়িয়েছে।
২. যুক্তরাজ্য সরকার মঙ্গলবার ঘোষণা দিয়েছে, দেশটির ভ্রমণের লাল তালিকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ১১টি দেশের সবগুলোকেই। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ওমিক্রন ব্যাপকভাবে ছড়িয়েছে তাই এই নিয়মের আর কোনো মানে হয় না।
৩. ওমিক্রনের কথা মাথায় রেখে ইতালিতে চলতে থাকা জরুরি অবস্থা ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। চলতি ডিসেম্বরের শেষেই জরুরি অবস্থা তুলে নেওয়ার কথা ছিল। জরুরি অবস্থায় দেশটিতে গণজমায়েত এবং ভ্রমণে বিধিনিষেধ ছিল।
৪. সংক্রমণ ঠেকাতে ক্রিসমাসের ছুটি শুরু হওয়ার এক সপ্তাহ আগেই প্রাথমিক বিদ্যালয় বন্ধের কথা বলেছে নেদারল্যান্ডস।
৫. অন্যান্য বিধিনিষেধের সঙ্গে পানশালা ও রেস্তোরাঁয় অ্যালকোহল সরবরাহে নিষেধাজ্ঞা দিয়েছে নরওয়ে।