আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে সকাল থেকে রাত পর্যন্ত নানা কাজে ব্যস্ত থাকতে হতো ওবায়দুল কাদেরকে। বিশ্রামে থাকায় তাতে ছেদ পড়েছে। বিশ্রামের এ সময়টায় কর্মমুখর সময়টাকে মিস করছেন মন্ত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ শনিবার এক পোস্টে ওবায়দুল কাদের জানিয়েছেন, তিনি কাজকে মিস করছেন। তিনি লিখেছেন, ‘আমি সত্যিই কাজকে মিস করছি। আমি কঠোর পরিশ্রম করি কারণ আমি কাজ ভালোবাসি।’
ওবায়দুল কাদেরের এই পোস্টে রিঅ্যাক্ট পড়েছে ৯ হাজারের বেশি। আর মন্তব্য করা হয়েছে প্রায় দেড় হাজার। শেয়ার করেছেন আড়াইশরও বেশি ফেসবুক ব্যবহারকারী। মন্তব্যের ঘরে অনেকেই সেতুমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন।