নওগাঁ শহরে একটি ফার্নিচারের কারখানা ও গুদাম আগুনে পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
গত শুক্রবার বেলা দেড়টার দিকে হঠাৎ ধোঁয়া উঠতে থাকে। আগুন দ্রুত আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। শুক্রবার বেলা সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় শহরের কাঁঠালতলী এলাকার ওই কারখানা ও গুদামের আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানার মালিক বাদশা হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারখানাটিতে কাঠ ও কাঠের বিভিন্ন ফার্নিচার ও কেমিক্যাল ছিল। গুদামেও ফার্নিচার ও বিভিন্ন সামগ্রী মজুত ছিল। সবই পুড়ে গেছে। বেলা দেড়টার দিকে হঠাৎ ধোঁয়া উঠতে থাকে। আগুন দ্রুত আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের পাঁচটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।