এবার থার্ড পার্টি অ্যাপস ব্লক করল হোয়াটসঅ্যাপ

বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ এবার থার্ড পার্টি অ্যাপস ব্লক করে দিচ্ছে। সম্প্রতি মেটার মালিকানাধীন প্ল্যাটফরমটিতে আসছে বিভিন্ন ধরনের নতুন ফিচার।

এ নতুন ফিচারের মাধ্যমে সেসব অ্যাপস ব্লক করে দেওয়া হবে, যাদের ব্যবহার করে হোয়াটসঅ্যাপের লাস্ট সিন এবং অনলাইন স্টেটাস চেক করা হয়। হোয়াটসঅ্যাপ প্রাইভেসি বজায় রাখার জন্য ব্লক করতে চলেছে এ ধরনের সব থার্ড পার্টি অ্যাপস। ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসব থার্ড পার্টি অ্যাপস হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের সমস্যায় ফেলার চেষ্টা করে। আর তাই ব্যবহারকারীদের অতিরিক্ত সুরক্ষা দেওয়ার জন্য এসব থার্ড পার্টি অ্যাপস ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ অনেক আগে থেকেই তাদের ব্যবহারকারীদের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের ফিচার লঞ্চ করেছে। হোয়াটসঅ্যাপ প্রথমে এ ফিচার বেটা ভার্সনের জন্য চালু করলেও, বর্তমানে এ ফিচার সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে।

এবার থার্ড পার্টি অ্যাপস ব্লক করল হোয়াটসঅ্যাপদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment