বিষয়টি নিশ্চিত করেছে গুয়াতেমালা কতৃপক্ষ।
গুয়াতেমালার রাজধানী থেকে ১৫৫ কিলোমিটার দূরে চিকুইক্স নামের একটি গ্রামে এ ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে জমি বিরোধকে ঘিরে পৌরসভার দুই বাসিন্দার মধ্যে বিরোধ চলেছিলো। এ ঘটনায় নিহত হয়েছেন ১২ জন। পরিস্থিতি সামাল দেওয়ার সময় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
গুয়াতেমালা জাতীয় পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে সহিংসতায় দুই পক্ষের নেতাদের সাথে আলোচনা করা হয়েছে। দেশটির মানবধিকার ন্যায়পালের কার্যালয় এ বিষয়কে গুরুত্ব দিয়েছে।
তিনি আরো বলেন, শত বছরের বেশি সময় ধরে দেশটিতে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ১৯৯৬ সালে একটি শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে ৩৬ বছরের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। এই যুদ্ধে দুই লাখেরও বেশি গুয়াতেমালান নিহত বা নিখোঁজ হন।