আজ রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ।
তিনি বলেন, সকাল ৬টা ৫ মিনিটে বিশ্বকলোনি এলাকার বস্তিতে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দগ্ধ হয়ে রেজিয়া বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় তিনি ঘুমন্ত ছিলেন এবং শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। আগুনে পাঁচটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।