হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্র

রাজধানীর পল্লবী থানায় চাঁদাবাজির মামলায় জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন পুলিশ। সোমবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

অভিযোগপত্রের অন্য চার আসামি হলেন জয়যাত্রা টিভির জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী ও স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ার। এছাড়া, অভিযোগপত্রে আসামি মাহফুজ শাহরিয়ারকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

গত ২৯ জুলাই রাত ৮টার পর হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসভবনে অভিযান শুরু করে র‍্যাব। দীর্ঘ চার ঘণ্টা অভিযান শেষে রাত ১২টার দিকে তাঁকে আটক করা হয় এবং পরে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

দেশী টুওয়ন্টিফোরহেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পুলিশের অভিযোগপত্র
Comments (0)
Add Comment