১৫ সংগঠন পেল ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া ১৫ সংগঠনের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’।

গত সোমবার (২০ ডিসেম্বর) বেলা ৩টায় সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটেরমাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের পঞ্চম আসরের পুরস্কারবিতরণ অনুষ্ঠান শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা ও সিআরআইয়ের চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়ের ধারণ করা বক্তব্য দেখানো হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে ধারণকৃত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তরুণদের উদ্যোগেই একদিন উন্নত-সমৃদ্ধ হবে বাংলাদেশ। আমাদের যুব সমাজ আমাদের মূল শক্তি। আমরা যে নির্বাচনি ইশতেহার দিয়েছি সেই ইশতেহার আমরা আমাদের যুব সমাজকে উৎসর্গ করেছি। আজ তরুণরা নিজেদের তৈরি করবে আগামী দিনের জন্য, যাতে তারা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর প্রজন্মের পর প্রজন্ম যাতে এই ধারা অব্যাহত থাকে। একটা কথা মনে রাখতে হবে, আমাদের স্বাধীনতা অর্জনের পেছনে তরুণদের শক্তি, উদ্যোগ, উদ্যম কাজ করেছে।’ বঙ্গবন্ধু তরুণদের সব ক্ষেত্রে গুরুত্ব দিয়েছিলেন। আওয়ামী লীগ সবসময় তরুণদের গুরুত্ব দেয়। কারণ তারাই পারে পরিবর্তন আনতে।

তিনি আরো বলেন, গত ২৫ সেপ্টেম্বর থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন আহ্বান করা হয়,যা ৩১ অক্টোবর পর্যন্ত চলে। এ সময় ৭০০টির বেশি সংগঠন দেশ গঠনে তাদের গ্রহণ করা বিভিন্নউদ্যোগের কথা জানিয়ে আবেদন করে। বিগত মাস জুড়ে এই আবেদনগুলো যাচাই বাছাই শেষে মূল পর্বের জন্য মনোনীত করা হয়তরুণদের ৩১ সংগঠনকে। তাদের মধ্যে ১৫ সংগঠনের হাতে উঠল এবারের ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’।

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও সিআরআই এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় দেশের কাজে তরুনদের মেধার প্রয়োগ ঘটানোর আহবান জানান। তিনি বলেন, ৫০ বছর আগে জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। এই দীর্ঘ সময়ে অনেক পথ পার হয়ে আসতে হয়েছে। ষড়যন্ত্র, হত্যাকাণ্ড, স্বৈরাচারী সরকার। তবে এখন ৫০ বছর পর খুব গর্ব করে বলতে পারি, বঙ্গবন্ধুর সেই স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হচ্ছে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে।

জয় আরও বলেন, ‘যারা নিজেদের পরিশ্রম দিয়ে নিজেদের উদ্যোগে দেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন তারা সোনার বাংলার একটি উদাহরণ। সোনার বাংলা হচ্ছে আমাদের দেশের মানুষের উন্নয়নের স্বপ্ন। আমার দেশের উন্নয়নের স্বপ্ন। দেশের প্রতিটি মানুষ যাতে সুস্থ থাকে, শান্তিতে থাকে, অভাব না থাকে; সেটাই হচ্ছে সোনার বাংলার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের আওয়ামী লীগ সরকার পরিশ্রম করে যাচ্ছে।’

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।

আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন- সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা দেশের তরুণদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম।

উন্নয়নে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করতে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে তুলে আনতে ২০১৪ সালের ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়াং বাংলা প্ল্যাটফর্ম। ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং ৩১৫টির বেশি সংগঠনকে সঙ্গে নিয়ে চলা এ সংগঠনটির সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৩ লাখ।

পরিবেশ, জলবায়ু পরিবর্তন, বিজ্ঞান, গবেষণা, সংস্কৃতি, যোগাযোগ, ধর্ম ও সাম্প্রদায়িক শান্তিসহ নানা বিষয়ে কাজের স্বীকৃতি হিসেবে তরুণদের পদক দিয়ে অনুপ্রাণিত করেছে এই প্রতিষ্ঠানটি।

বিজয়ীরা বলেন, দেশের নানা প্রান্তে সুযোগ-সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চান তারা। পৌঁছে দিতে চান সরকারের তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা।

অনুষ্ঠানে ধারণকৃত বক্তব্যে তরুণদের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজ দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আর, সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকেও দেশ গঠনে মেধার সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব দেন সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘পাথ ফাইন্ডার অফ ফিফটি’ পদক পায় মঙ্গল শোভাযাত্রার জন্য চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন।

১৫ সংগঠন পেল ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’দেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment