যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য ইংরেজি ভাষা শিখছেন শাকিব খান

ঢাকাই সিনেমার সুপাস্টার শাকিব খান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে মাঝে মধ্যে ভুলভাল ইংরেজি বলে বেশ সমালোচনার মুখে পড়তে হয় তাকে। কারণ তার প্রাতিষ্ঠানিক এইচএসসি পর্যন্ত বলে জানা গেছে! এজন্য শাকিব ইংরেজি ভাষায় কথা বলতে পারদর্শী নন এমনটাই ধারণা অনেকের!

এবার তিনি যুক্তরাষ্ট্রে বসে ইংলিশ ভাষা শিখার পাশাপাশি দেশটির কিছু অংশে ব্যবহৃত ভাষার ভঙ্গিমা শিখছেন বলে জানিয়েছেন শাকিবের ঘনিষ্ঠ এক বন্ধু। শাকিবের হঠাৎই ইংলিশ ভাষার শেখার অবশ্য একটা বড় কারণ রয়েছে, অভিনয়শিল্পী হিসেবে ইবি ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেছেন তিনি। শিগগিরই শাকিব গ্রিন কার্ড পেয়ে যাবেন। তার সেই আবেদন নাকি গেল ডিসেম্বরে গৃহীত হয়েছে। একটি এজেন্সির মাধ্যমে এই আবেদন করেছেন নায়ক। আবেদন সবুজ সংকেত পাওয়ায় শিগগিরই শাকিব খানের হাতে আমেরিকার গ্রিন কার্ড পৌঁছে দিতে পারবে বলে প্রত্যাশা এজেন্সিটির।

তিনি আরো বলেন, শাকিব খান যেহেতু অল্প বয়সে চলচ্চিত্রে কাজ শুরু করেছেন।এখানে কাজ করতে এসে ব্যস্ত হয়ে পড়েন একটা সময়। তিনি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন তাঁর মুখে গল্প শুনেছি।বর্তমান যুগের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে চলাফেরা করতে হলে ইংলিশ ভাষাটা সবার জন্য জানা খুবই জরুরি হয়ে পড়তে। আর শাকিব সবসময় খুবই খোলা মনে কাজ করে তার মধ্যে কোনো ঝামেলা নেই। ভাষা হোক বা অন্য কিছু—নতুন করে শিখতে তার কোনও অসুবিধা নেই। অভিনেতা হিসেবে নিজেকে আরও উন্নত করতে পারেন।

যুক্তরাষ্ট্রে বসবাস করতে হলে ইংরেজি ভাষায় পারদর্শী হতে হয়।সেই জন্য তিনি গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের গেছেন একটি অনুষ্ঠানে অংশ নিতে ,সেই অনুষ্ঠান শেষে চলতি মাসেই শাকিব খানের দেশে ফেরার কথা ছিল। কিন্তু শাকিব খান দেশে ফিরতে পারেননি।কারণ আমেরিকার গ্রিন কার্ড সুবিধা পাওয়া জন্য তাকে সেখানে প্রায় পাঁচ মাস অবস্থান করতে হবে। যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনের এই ফাঁকে নিজের নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনার পাশাপাশি সেখানে থাকার জন্য ইংলিশ ভাষা শিখছেন ও বলে জানা গেছে!

প্রসঙ্গত, শাকিব খান সর্বশেষ কাজ করেছেন সরকারি অনুদানে নির্মিত ‘গলুই’ সিনেমায়।এটি পরিচালনা করেছেন এস এ হক অলিক। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা।

দেশী টুয়েন্টিফোরযুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের জন্য ইংরেজি ভাষা শিখছেন শাকিব খান
Comments (0)
Add Comment