আজ বুধবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এছাড়া ১৮ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। যেখানে গতকাল ছিল ২৯১ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৮১ হাজার ৯৮৬ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৮৭, গতকাল ছিল ১ দশমিক ৩৯ শতাংশ।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২৮১ জন গতকাল ছিলো ২৬৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৩৫২ জন।