চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে চার শ্রমিক অগ্নিদগ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি পুরানো শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে চার শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে।

আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকাল আটটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরে হাজ্বী লিয়াকত আলীর মালিকানাধীন যমুনা স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন নাটোর জেলার গোবিন্দপুর থানার নোয়াপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মোহাম্মদ সোহেল রানা (২৫), বগুড়ার আদমদীঘি থানার শান্তিরা গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান (২৬), রংপুরের পীরগঞ্জ থানার মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মিজানুর রহমান মিলন (৪০) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার গোদা গ্রামের সিদ্দিকের ছেলে মামুন ফিরোজ (২৪)।

সীতাকুণ্ড থানার ওসি মোঃ আবুল কালাম জানান, সকালে যমুনা স্টিলে কাজ করার সময় অক্সি এসিটিলিন গ্যাসের আগুন থেকে চার শ্রমিক দ্বগ্ধ হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। অন্যরা সামান্য অগ্নিদগ্ধ হয়েছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে সীতাকুণ্ডে যমুনা জাহাজ ভাঙা কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে সোহেল রানা ও জাহিদকে ৩৬নং বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে এবং অপর দুজনকে ২৬ নং অর্থোপেডিক্স সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে চার শ্রমিক অগ্নিদগ্ধদেশী টুওয়ন্টিফোর
Comments (0)
Add Comment