সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ জানান, সেতুমন্ত্রী রোববার সকাল পৌনে ১০টায় হাসপাতাল থেকে ফিরে মন্ত্রণালয়ে কাজে যোগ দিয়েছেন। সেখান থেকে তিনি ভার্চুয়ালি দিনের নির্দিষ্ট কর্মসূচিতে অংশ নেবেন। রোববার সকাল পৌনে ১০টায় ক্ষমতাসীন দলের এই নেতাকে ছাড়পত্র দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
কাদেরের চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের অন্যতম সদস্য অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা আজকে একটা মেডিক্যাল বৈঠক করি। বৈঠকে তার স্বাস্থ্যের যত রিপোর্ট ছিল সেগুলো দেখে সবকিছু ভালো হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। সকাল ৯টা ৪৫ মিনিটে তিনি হাসপাতাল ছাড়েন।’