বড়দিনের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬

কঙ্গোর একটি রেস্তোরাঁয় ক্রিসমাস উপলক্ষ্যে অনুষ্ঠান চলাকালে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ ছয় জন নিহত হয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন।

মধ্য আফ্রিকার এই দেশটির পূর্বাঞ্চলীয় বেনি শহরে গতকাল শনিবার সন্ধ্যায় (২৫ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদেন বলা হয়, এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। শনিবার সন্ধ্যার দিকে যখন এই হামলা হয়, সেসময় রেস্তোরাঁটিতে বড়দিন উদযাপন উৎসব চলছিলো। ৩০ জনেরও বেশি মানুষ সেই উদযাপনে উপস্থিত ছিলেন।

দেহে বোমা বাঁধা ওই হামলাকারী যখন রেস্তোরাঁর ভেতরে ঢোকার চেষ্টা করছিল, তখন গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে বাধা দেন সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা। পুলিশের বাধার কারণে ভেতরে ঢুকতে না পেরে গেটের কাছেই বিস্ফোরণ ঘটায় ওই ব্যক্তি। অনুষ্ঠানের জমায়েতে পৌঁছাতে পারেননি হামলাকারী।

বেনির পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী সহ ৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এখন পর্যন্ত হামলার দায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি, তবে কঙ্গোর প্রশাসন কথিত ইসলামিক স্টেটের সহযোগী সশস্ত্র সংগঠন অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসকে (এডিএফ) দায়ী করছে। তবে, এডিএফ বা অন্য কোনো গোষ্ঠী আজ রোববার সকাল পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

দুজন প্রত্যক্ষদর্শী জানান, রেস্তোরাঁটির ভেতরে ৩০ জনের মতো মানুষ একত্রে ক্রিসমাস উদযাপন করছিলেন।

দেশী টুয়েন্টিফোরনিহত ৬বড়দিনের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা
Comments (0)
Add Comment