পূর্বাচলে চলছে বাণিজ্য মেলার প্রস্তুতি

আর মাত্র কয়েকদিন পরই শুরু হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সেজন্য জোর কদমে চলছে বাণিজ্য মেলার প্রস্তুতি পর্ব।

প্রথমবারের মতো পূর্বাচলে বসবে ২৬তম আসরের। স্টল ও প্যাভিলিয়নের সাজসজ্জায় দিনরাত কাজ করছেন শ্রমিকরা। করোনার কারণে চলতি বছর মেলা না হওয়ায় এবার বেচাকেনা ভালো হবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২১ আগামী শনিবার (১ জানুয়ারি) উদ্বোধন হবে।

এ বছর মেলায় দেশি-বিদেশি মিলে ২২৫টি প্রতিষ্ঠান স্টল বরাদ্দ পেয়েছে। থাকবে মাল্টিফাংশনাল হল, কনফারেন্স রুম, ফুড কোর্ট, মেডিকেল বুথ ও কিডস জোন। নিরাপত্তার জন্য বসানো হয়েছে ক্লোজসার্কিট ক্যামেরা। রয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমও। ২৬ একর জমির উপর নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন এই কেন্দ্রটি। এখন থেকে এই ভেন্যুতে প্রতিবছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে।

ইপিবির এক কর্মকর্তা জানিয়েছেন, মাসব্যাপী বাণিজ্যমেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ৩০টি বাস কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে বাণিজ্য মেলার কেন্দ্র পর্যন্ত চলাচলের জন্য অনুরোধ করে বিআরটিসিকে একটি চিঠি পাঠানো হয়েছে। দর্শনার্থীরা মেলায় যাওয়ার জন্য ন্যূনতম ভাড়ার মাধ্যমেই এসব বাসে চলাচল করতে পারবেন।

বাণিজ্য মেলা প্রসঙ্গে ইপিবির সচিব এবং মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, বিশ্বব্যাপী মেলা যে সিস্টেমে হয়, সেই একই সিস্টেমে এবারের বাণিজ্য মেলা হবে।  মেলা সুষ্ঠুভাবে পরিচালনায় কিছুটা চ্যালেঞ্জ তো থাকবেই।  কারণ নতুন জায়গায় নিচে সার্ভিস লাইন আছে।  খুঁড়তে গিয়ে যদি সার্ভিস লাইন নস্ট করেন তাহলে পুরো সেন্টার অচল হয়ে যাবে। এসব বিষয় মাথায় রেখে যতটুকু না করলেই না, ততটুকুই আমরা করবো।

প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে ঢাকার শেরেবাংলা নগরে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। প্রতি বছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করেন। করোনার কারণে ২০২১ সালে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়নি। গত ৭ ফেব্রুয়ারি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারটি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।  গত ২১ অক্টোবর প্রদর্শনী কেন্দ্রটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  নতুন করে ২০২২ সালের মাসব্যাপী বাণিজ্য মেলা বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

দেশী টুয়েন্টিফোরপূর্বাচলে চলছে বাণিজ্য মেলার প্রস্তুতি
Comments (0)
Add Comment