করোনায় আক্রান্ত নোরা ফাতেহি

করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে সেই খবর নিজেই জানিয়েছেন তিনি।

গত কয়েকদিন ধরে ঘরবন্দি ছিলেন নোরা ফাতেহি। আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। কোভিডের সমস্ত বিধি নিষেধ মেনে চলছেন তিনি। তবে মৃদু উপসর্গ নয়, নোরার ওপর কোভিডের বেশ শক্তপোক্ত প্রভাব পড়েছে বলেই জানান অভিনেত্রী।

কয়েকদিন থেকেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, বলিউডের নানা অনুষ্ঠান, রিয়্যালিটি শোয়ে নোরার হাজিরার ভিডিও। তবে নোরার তরফ থেকে জানানো হয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর তিনি একেবারেই নিজেকে ঘরবন্দি করেছেন। এসব ভিডিও পুরনো।

সোশ্যাল মিডিয়ায় নোরা জানান, ‘আমি করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছি। করোনা আমাকে বড় ধাক্কা দিয়েছে। একেবারে শয্যাশায়ী আমি। আপাতত চিকিৎসকের পরামর্শ মেনেই চলছি। যে কোনও মানুষই এই করোনায় আক্রান্ত হতে পারে। তাই একটু সচেতন থাকুন।’

কিছুদিন আগে ‘ঠগ’ সুকেশ চন্দ্রশেখর আর্থিক তছরুপ মামলায় নাম জড়ায় নোরা ফতেহির। শোনা গিয়েছিল, নোরার সঙ্গে দেখা করার জন্য নাকি অভিনেত্রীকে দামি গাড়ি দিয়েছিলেন সুকেশ। খবরে এসেছিল, সুকেশ মামলায় নোরা ফতেহি সরকারের সাক্ষী হবেন।

জানা গিয়েছে, একটি ইভেন্টে অংশ নেওয়ার জন্য অভিনেত্রীকে বিএমডবলিউ গাড়ি উপহার দিয়েছিল চন্দ্রশেখর। তাঁর হাতে গাড়ির চাবি তুলে দিয়েছিল চন্দ্রশেখরের স্ত্রী লীনা মারিয়া পাল। চন্দ্রশেখরের বিরুদ্ধে যে ২০০ কোটি টাকার তছরুপের মামলা রুজু হয়েছে সেখানে অন্যতম অভিযুক্ত তার স্ত্রীও।

নোরা জানিয়েছেন, তিনি এমন উপহার পেয়ে অবাক হয়ে গিয়েছিলেন। তাঁর এমনও মনে হয়েছিল, হয়তো গাড়িটি তাঁকে লোকদেখানো উপহার দেওয়া হচ্ছে। সত্যি সত্যি উপহার দেওয়া হবে না। আমি সকলের কাছে জানতে চেয়েছিলাম, এটা স্বাভাবিক ব্যাপার কিনা। সবাই তাঁকে আশ্বস্ত করেন এটা হয়েই থাকে।

করোনায় আক্রান্ত নোরা ফাতেহিদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment