ইসরাইলের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

দখলদার ইসরাইলের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবারের (৩ জানুয়ারি) ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরও একজন।

দেশটির সেনাবাহিনী জানায়, প্রশিক্ষণ হেলিকপ্টারটিতে দুই পাইলটসহ তিনজন আরোহী ছিলেন। হঠাৎ ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় উপকূল বিধ্বস্ত হয় সামরিক উড়োযানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পাইলটের। পরে আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি হয়েছে।

তবে ঠিক কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল হেলিকপ্টারটি তা এখনও জানা যায়নি। এই ঘটনার তদন্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এক বিবৃতিতে সামরিক বাহিনী জানিয়েছে, একটি ট্রেনিংয়ে অংশ নেওয়া আইএমএফ আতালেফ হেলিকপ্টারটি সোমবার উত্তরাঞ্চলীয় শহর হাইফা উপকূলে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে।

দুর্ঘটনার পর পরই সেখানে ইসরায়েলের স্পেশাল ফোর্সেস আন্ডারওয়াটার মিশন ইউনিটসহ উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। কিন্তু তারা দুই পাইলটকে দুর্ঘটনা থেকে বাঁচাতে পারেননি। পরবর্তীতে ওই দুই পাইলটকে মৃত ঘোষণা করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনায় এক ক্রু সদস্য সামান্য আহত হয়েছেন। ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডার আমিকাম নরকিন জানিয়েছেন, আপাতত সব ধরনের ট্রেনিং স্থগিত করা হয়েছে। কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

কিছুদিন ধরেই ইরানে হামলার হুমকি দিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। ফিলিস্তিনিদের জায়গা দখল করে সাম্রাজ্যবাদীদের সহায়তায় অবৈধভাবে জন্ম নেয়া এই রাষ্ট্রটি সম্প্রতি বিলিয়ন ডলারের হেলিকপ্টার-বিমান ক্রয়ের চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের সাথে।

ইসরাইলের সামরিক হেলিকপ্টার বিধ্বস্তদেশী টুয়েন্টিফোরনিহত ২
Comments (0)
Add Comment