সংক্রমণ বাড়লে লকডাউনের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ওমিক্রনের সংক্রমণ বাড়লে লকডাউনের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মাস্ক ছাড়া যানবাহনে চলাচল করা যাবে না, গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী নেয়ার প্রস্তাব রাখা হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা লকডাউন চাই না। করোনা নিয়ন্ত্রণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি মানাতে সরকার আনো কঠোর হবে।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে। জানুয়ারি মাসে অন্তত চার কোটি ডোজ টিকা দেওয়া সম্ভব হবে। দেশে টিকার কোনো অভাব নেই। ইতোমধ্যে টিকা দেওয়ার সব ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে। টিকা দেওয়ার জন্য নতুন আরো ছয় কোটি সিরিঞ্জ চীন থেকে আমদানি করা হয়েছে।

এর আগে সোমবার (৩ জানুয়ারি) রাতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ইস্যুতে ডাকা আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউনের পরিস্থিতি এখনো তৈরি হয়নি, সেজন্য সুপারিশও করা হয়নি। এদিন টিকা কার্ড ছাড়া হোটেল রেস্টুরেন্টে খাওয়া যাবে না বলে নির্দেশনা জারি করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

দেশী টুয়েন্টিফোরসংক্রমণ বাড়লে লকডাউনের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
Comments (0)
Add Comment