গোঁফ ছাঁটতে অস্বীকৃতি জানানোয় কনস্টেবল বরখাস্ত

ভারতের মধ্যপ্রদেশে গোঁফ ছাঁটতে অস্বীকৃতি জানানোয় পুলিশের এক কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত পুলিশ কনস্টেবলের নাম রাকেশ রানা। তিনি রাজ্য পুলিশের পরিবহন শাখায় গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

বিশেষ করে রানার গোঁফকে অযৌক্তিক ও কুৎসিত বলে অভিহিত করে কর্তৃপক্ষ। রানাকে চুল কাটতে ও গোঁফ ছাঁটতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কর্তৃপক্ষের এই নির্দেশ পালন করতে ব্যর্থ হন। নির্দেশ পরিপালনে ব্যর্থতার জন্য রানাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অফিস আদেশে বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, রানার গোঁফ অন্য কর্মচারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তবে রানা তাঁর লম্বা গোঁফকে আত্মসম্মানের বিষয় বলে অভিহিত করেন। আর এ জন্যই তিনি তাঁর গোঁফ ছাঁটতে অস্বীকৃতি জানান।

আদেশটি জারি করেছেন পুলিশের সহকারী মহাপরিদর্শক প্রশান্ত শর্মা। তিনি বলেছেন, রানাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কারণ, তিনি তাঁর মুখশ্রীর ব্যাপারে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার আদেশ অনুসরণ করেননি।

শর্মা বলেন, যখন রানার মুখশ্রী পরীক্ষা করা হয়, তখন লম্বা চুল ও গোঁফ পাওয়া যায়। লম্বা চুল ও গোঁফে তাঁর মুখশ্রী বিশ্রী দেখাচ্ছিল। তাই তাঁকে তা ছাঁটতে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি এই নির্দেশ পালন করেননি।

রানা অবশ্য বলেন, তিনি সব সময় তাঁর ইউনিফর্মের সঠিকতা নিশ্চিত করে এসেছেন। সাময়িকভাবে বহিষ্কার হওয়া সত্ত্বেও তিনি তাঁর গোঁফের বিষয়ে আপস করবেন না। রানা জানান, তিনি অনেকটা সময় ধরে তাঁর গোঁফ রেখেছেন।

গোঁফ ছাঁটতে অস্বীকৃতি জানানোয় কনস্টেবল বরখাস্তদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment