শামীম ওসমান নৌকার লোক, নৌকা ছাড়া যাবে কোথায়: আইভী

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এমপি শামীম ওসমান ও মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীর মধ্যে দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে আসার পর শামীম ওসমান সংবাদ সম্মেলন করে বলেছেন, তিনি নৌকার লোক, নৌকার পক্ষেই আছেন।

অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সে (শামীম ওসমান) তো নৌকার লোক, নৌকা ছাড়া যাবে কোথায়?

আজ বুধবার (১২ জানুয়ারি) সকালে ১৫ নং ওয়ার্ডে গণসংযোগকালে ‘শামীম ওসমান কি আপনার সাথে আছেন কিনা’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভী একথা বলেন।

এসময় আইভী আরো বলেন, আপনারা এই লোকটার বিষয়ে বারবার প্রশ্ন করেন কেন? আরোতে অনেক বিষয় আছে সেগুলো বলেন।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কায় আছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১১ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। ২০১৬ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। এবারও নির্বাচেনর পরিবেশ সুষ্ঠু রয়েছে।

দেশী টুয়েন্টিফোরনৌকা ছাড়া যাবে কোথায়: আইভীশামীম ওসমান নৌকার লোক
Comments (0)
Add Comment