গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত ৮ টার দিকে দিনোবাজার সংলগ্ন ঠাটমারী ব্রিজের পূর্ব পাড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল রাজারহাট উপজেলার চাকির পাশা ইউনিয়নের বাজেমুজরাই (দিনোবাজার) এলাকার মো. মজিবরমিয়ার ছেলে। সে একটি সাইকেল মেকানিক্সের দোকানে কাজ করত।
স্থানীয়রা জানান, চাচাতো বোনেরি বয়েতে অংশ গ্রহণ শেষে বাড়ির পাশে রেললাইনে বসে হেড ফোন কানে লাগিয়ে ফ্রি ফায়ার গেইম খেলছিল। এ সময় কুড়িগ্রাম থেকে কাউনিয়াগামী রংপুর এক্সপ্রেসের শাটল ট্রেনে কাটা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই কিশোরের বাড়ি রেললাইনের পাশেই। গেম খেলার সময় অসাবধানতা বসত ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।