দেশে এক সপ্তাহে শনাক্ত বেড়েছে ১৯১ শতাংশ

দেশে গত এক সপ্তাহে করোনাভাইরাস শনাক্তের হার বেড়েছে ১৯১ দশমিক ৪০ শতাংশ। তবে কমেছে মৃত্যুহার।

আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এই তথ্য দেওয়া হয়েছে। তবে সার্বিকভাবে দেশে সংক্রমণ হার ১১ দশমিক ৬৮ শতাংশ। আর মৃত্যু হার ১ দশমিক ৭৬।

এ অবস্থায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার। করোনার এ পরিস্থিতিকে বিপজ্জনক বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দেশে হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা বাড়ায় শয্যা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলেন, সপ্তাহের ব্যবধানের পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দ্বিগুণ হয়ে গেছে।

তিনি আরো বলেন, দেশে ১ জানুয়ারি পর্যন্ত করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। এরপর থেকে সংক্রমণ ক্রমাগত বাড়ছে, যেটা আমাদের জন্য খুবই সাবধানতার ও আশংকার বিষয়। পুরো ডিসেম্বরে ৪ হাজার ৫৮৮ রোগী শনাক্ত হয়েছিল, সেখানে জানুয়ারির ১১ দিনেই ১২ হাজার ৮৫০ রোগী শনাক্ত করা হলো।

দেশী টুয়েন্টিফোরদেশে এক সপ্তাহে শনাক্ত বেড়েছে ১৯১ শতাংশ
Comments (0)
Add Comment