আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে বিধিনিষেধ কার্যকর ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আজ বৃহস্পতিবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাশার মোহম্মাদ তাজুল ইসলাম জানিয়েছেন, করপোরেশনের আওতাধীন এলাকায় বিধিনিষেধ নিশ্চিতে আজ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে ডিএনসিসির ১০টি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
জানা গেছে, নিজ নিজ অঞ্চলের আওতাধীন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
এর আওতায় অঞ্চল১-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়েক, অঞ্চল ২-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান, অঞ্চল ৩ এ-নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল বাকী, অঞ্চল ৪-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলী, অঞ্চল ৫ এ-নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।