গ্রেফতারকৃতরা হলেন, বরিশালের মুলাদি উপজেলার বাহাদুরপুর গ্রামের জালাল আহমেদের ছেলে জামান হোসেন (৩৭) ও চাপাইনবয়াবগঞ্জের নাচোল উপজেলার হাটবাকুল গ্রামের খায়রুল ইসলামের ছেলে মহসিন (২৪)।
আজ রোববার (১৬ জানুয়ারি) সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাইফুল আলম।
তিনি জানান, গোপন সংবাদে খবর পেয়ে উপজেলার মৌচাক আমবাগান এলাকায় উপস্থিত হয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট হতে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৫০ লাখ টাকা। তারা টঙ্গী থেকে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য জেলার বিভিন্ন অঞ্চলে বিক্রি করতেন।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা এখন থানায় রয়েছে। এদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।