ওমিক্রন নিয়ে সরকারকে সতর্ক করে যে পরামর্শ দিলেন রাষ্ট্রপতি

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সরকারকে সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ রোববার (১৬ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের ২০২২ সালের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে এ পরামর্শ দেন রাষ্ট্রপতি।

মো. আবদুল হামিদ বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন যাতে আমাদের দেশে সংক্রমণ ছড়াতে না পারে সেজন্য সরকারকে সতর্কতা অবলম্বনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শিগগির দেশের অধিকাংশ জনগণ টিকার আওতায় আসবে আশা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, ইতোমধ্যে প্রায় ৭ কোটির অধিক জনগণকে টিকা দেয়া হয়েছে। শীঘ্রই দেশের অধিকাংশ জনগণকে টিকার আওতায় আনা হবে ইনশাআল্লাহ্।

করোনা মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে আবদুল হামিদ বলেন, সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে পৃথিবীর অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে করোনা সংক্রমণ এবং সংক্রমণজনিত মৃত্যুর হার অপেক্ষাকৃত কম। প্রধানমন্ত্রীর সাহসী, দূরদর্শী নেতৃত্ব ও অনুপ্রেরণায় আমরা এখন পর্যন্ত করোনা এবং এর অভিঘাত সফলভাবে মোকাবিলা করে যাচ্ছি।

ওমিক্রন নিয়ে সরকারকে সতর্ক করে যে পরামর্শ দিলেন রাষ্ট্রপতিদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment