ভোটগ্রহণ শেষে শামীম ওসমান বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আর এজন্য ধন্যবাদ দিবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তবে এই এগিয়ে যাওয়া রুখতে দেশে-বিদেশে যড়যন্ত্র হচ্ছে।
আজ রোববার (১৬ জানুয়ারি) বিকালে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। তিনি বলেন, জনগণ সন্তুষ্ট। তারা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছেন।
এদিকে, সময় শেষ হওয়ার মাত্র ৩০ মিনিট আগে ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। আজ রোববারবেলা সাড়ে ৩টায় আদর্শ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
ইভিএমে ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন শামীম ওসমান। একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বললেন, ‘প্রথমবার ইভিএমে ভোট দিয়ে কতটা আনন্দ পেলাম? আমার বউ যখন “কবুল” বলেছিল, সেরকম আনন্দ হল ইভিএমে ভোট দিয়ে।’
ভোট শেষে তিনি জানান, আইন মেনে রিকশায় চড়ে তিনি ভোট দিতে এসেছেন।
এদিকে, আজ রবিবার বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে (নাসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টা থেকে আর চলে বিকাল ৪টা পর্যন্ত।