চট্টগ্রামে বেড়েই চলেছে করোনার তাণ্ডব, একদিনে শনাক্ত ৭৪২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত বেড়ে ৭৪২ জনে দাঁড়িয়েছে। এসময়ে মৃত্যুবরণ করেছে ৩ জন। ডিসেম্বর মাসে সংক্রমণ যেখানে শূন্য শতাংশের নিচে ছিল, সেখানে চলতি মাসে ১৬ দিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ২৫ দশমিক ৭৩ শতাংশ।

আজ সোমবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৭৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৯৭ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৪৫ জনের মধ্যে লোহাগাড়ায় ৪, সাতকানিয়ায় ১১, বাঁশখালীতে ২, আনোয়ারায় ৫, চন্দনাইশে ১১, পটিয়াতে ২৬, বোয়ালখালীতে ৮, রাঙ্গুনিয়ায় ২০, কর্ণফুলীতে ১, রাউজানে ১৫, হাটহাজারীতে ১১, ফটিকছড়িতে ১২, মিরসরাইয়ে ৩, সন্দ্বীপে ৩ ও সীতাকুণ্ড উপজেলার ১৩ জন রয়েছেন।এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৮ জনের মধ্যে ৭২৮ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৫ হাজার ৭১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৬ হাজার ৭৯১ জন। বাকি ২৮ হাজার ৯২৮ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৮ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

একদিনে শনাক্ত ৭৪২চট্টগ্রামে বেড়েই চলেছে করোনার তাণ্ডবদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment