গত সোমবার (১৭ জানুয়ারি) রাতে নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে ভূঁইয়া গলি থেকে মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বোয়ালখালী থানায় দুটি, খুলশী থানায় তিনটি মামলা ও দুটি জিডি রয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।