জানা যায়, হংকংয়ে দোকান থেকে এক ব্যক্তি হ্যামস্টার কেনার পর আক্রান্ত হোন কোভিড ১৯ এ। এ ঘটনার পর হংকংয়ে নিষিদ্ধ করা হয়েছে ইঁদুর ও খরগোশ জাতীয় সব ধরণের প্রাণী। শুধু তাই নয়, এগুলোকে বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করার উদ্যোগও নিয়েছে দেশটির প্রশাসন।
এছাড়া, গৃহপালিত প্রাণীর মধ্যে হংকংবাসীর অন্যতম পছন্দের প্রাণী হ্যামস্টার। ইঁদুর জাতীয় এই প্রাণী মূলত ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। সম্প্রতি হ্যামস্টার ক্রয় করে এক ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার পর দোকানটির ইঁদুর জাতীয় সব প্রাণীর করোনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১১টি হ্যামস্টারের করোনা শনাক্ত হয়। যেগুলো নেদারল্যান্ডস থেকে এসেছে।
এই দেশটির কৃষি বিভাগের প্রধান লিয়াং সিউ-ফাউ বলেন, যে হারে বিড়াল ও ইঁদুর থেকে করোনা শনাক্ত হচ্ছে তা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা জানিনা ঠিক কতজন মানুষ এসব প্রাণীর সংস্পর্শে এসেছে, তাই ব্যাপারটি চিন্তার বিষয়।’ কৃষি কর্মকর্তার এমন বিবৃতির পরেই এসব প্রাণীর কড়াকড়ি আরোপ করে দেশটির কর্তৃপক্ষ। নিষিদ্ধ করা হয় এসব প্রাণীর আমদানি ও কেনাবেচা।
এর আগে, করোনা ছড়ানোর অভিযোগে ডেনমার্কে প্রায় দেড় কোটি মিঙ্ক পুড়িয়ে মারা হয়েছিল।