কিন্তু সবার প্রিয় প্রিসিলা প্রাণঘাতী মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত তিন ধরে হাসপাতালে ভর্তি আছেন। প্রিসিলা নিজেই গেল বিষয়টি নিশ্চিত করেন। নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি আছেন তিনি। সেদিন দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চান এই তরুণী।
প্রিসিলার অসুস্থতায় কষ্ট পেয়েছেন বিশ্বের আনাচে কানাচে থাকা তার লাখো শুভাকাঙ্ক্ষী। আর মানুষের এমন ভালোবাসা ছুঁয়ে গেছে প্রিসিলার মন। সোশ্যাল মিডিয়ার ইনবক্স কিংবা হাতে থাকা ছোট্ট মোবাইল ফোনটিতে প্রিসিলার সুস্থতা কামনা করে লাখ লাখ মানুষের খুদে বার্তা আবেগি করে তুলেছে তাকে। আর সেসব মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে বুধবার (১৯ জানুয়ারি) সকালে নিজের অফিসিয়াল ফেসবুক একাউন্ট থেকে একটি পোস্ট দেন প্রিসিলা।
ফেসবুকে প্রিসিলা লেখেন, ‘আসসালামুআলাইকুম, আলহামদুলিল্লাহ, আমি অনেকে অনেক ভালো আছি, হাসপাতালে আছি, ডাক্তার বলেছেন, ১-২ দিনের মধ্যে বাসায় চলে যেতে পারবো। আপনাদের হাজার হাজার ইমেইল, মেসেজ এবং নাম না জানা লক্ষ মানুষের দোয়া। আমি কি বলবো আপনাদের? কিভাবে কৃতজ্ঞতা জানাবো? আমি আসলে জানি না। আমি কিছু লিখার ভাষা পাচ্ছি না, আল্লাহ যেন আপানাদের সবাইকে অনেক অনেক ভালো রাখেন’।
এদিকে, ৪ বছর বয়সে বাবা-মায়ের সাথে আমেরিকায় পাড়ি জমান প্রিসিলা। ছোটবেলায় তার স্বপ্ন ছিলো অভিনেত্রী হয়ে নাটক ও সিনেমায় কাজ করার। কিন্তু একটা সময় গিয়ে প্রিসিলা অনুভব করেন, এসব আসলে তার জীবনে লক্ষ্য হওয়া উচিত নয়। নিউইয়র্কের রাস্তা দিয়ে স্কুলে আসা-যাওয়ার মাঝে বিভিন্ন দৃশ্য তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। অভিনয়, মডেলিং থেকে ফিরে আসেন সমাজসেবায়। নিজের এক সাক্ষাৎকারে প্রিসিলা বলেছিলেন, ‘নিউইয়র্কের রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতাম ক্ষুধার্তরা গার্বেজের ময়লা থেকে খাবার খুঁজে খাচ্ছে। কনকনে ঠাণ্ডায় শীতবস্ত্রহীন মানুষ বাইরে অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে—এসব আমাকে ভীষণ মর্মাহত করে। তখন আমার মনে হলো- নাচ, গান, অভিনয়ের লোকের অভাব নাই কিন্তু সমাজের অবহেলিত, সুবিধা বঞ্চিতদের সাহায্য-সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানোর মানুষের সংখ্যা কম। একজন মানুষ হিসেবে তাদের পাশে দাড়ানো আমার দায়িত্ব। সে চিন্তা থেকে আমি নাচ, গান, অভিনয় ছেড়ে ২০১৭ সাল খেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রাখি। এখন নিয়মিত মানুষকে সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি।’ এবার শীতের মধ্যেও বাংলাদেশের পাঁচ শতাধিক মানুষকে জ্যাকেট ও গরম কাপড় দিয়েছেন। গত কয়েক মাসে দেশের নিম্নআয়ের মানুষদের স্থাপন করে দিয়েছেন ৩০টির বেশি নলকূপ।