ভয়াবহ ওই বিস্ফোরণের একটি ভিডিও গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায় শক্তিশালী ওই বিস্ফোরণে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, খনিতে ব্যবহারের জন্য বিস্ফোরক বহন করছিল গাড়িটি।
এদিকে বিস্ফোরণ এবং হতাহতের ঘটনার পর দেওয়া এক বিবৃতিতে ঘানার পুলিশ জানিয়েছে, ‘প্রাথমিক তদন্তের পর জানা গেছে, খনিতে ব্যবহারের জন্য একটি গাড়ি বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় এবং এতেই সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে সরে আশপাশের শহরগুলোতে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং বিস্ফোরণস্থলে নিরাপত্তা কার্যক্রম চলমান আছে।’