দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। আজ শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। তবে শীত কিছুটা কমে গেছে। আজ সকালেই দেখা দিয়েছে সূর্যের আলো তবে উত্তাপ নেই।

আজ শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রোদের তীব্রতা কম থাকায় শীতের পোশাক গায়ে মুড়িয়ে হাট বাজারে চলাচল করছে এখানকার মানুষ। তিন থেকে পাঁচ নটিকেল মাইল বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সেইসঙ্গে গভীর রাত থেকে সকাল পর্যন্ত বাতাসের আর্দ্রতা ৯৫ থেকে ১০০ শতাংশ। এদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে গিয়ে ১৮ ডিগ্রির ঘরে এসেছে। তিন নটিকেল মাইল বেগে বাতাস বয়েছে পঞ্চগড়ে।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, তেঁতুলিয়া শৈত্যপ্রবাহ থাকায় ঠাণ্ডা বেড়েছে। আগামী তিন থেকে চার দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

দেশী টুয়ের্ন্টিেফোরদেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে
Comments (0)
Add Comment