শুল্ক ফাঁকি বন্ধ ও আমদানি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যার হাউসগুলোতে অটোমেটেড সফটওয়্যারের যাত্রা শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট গত ১৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ওই সিস্টেম চালু করেছে। এর ফলে দেশের ৬টি ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যার হাউসে শুল্কমুক্ত সুবিধায় আসা সিগারেট ও মদের যথাযথ হিসাব স্বয়ংক্রিয়ভাবে যোগ হতে থাকবে। ওয়্যার হাউসগুলো হলো- ঢাকা ওয়্যার হাউস লিমিটেড, সাবির ট্রেডার্স লিমিটেড, ন্যাশনাল ওয়্যার হাউস, টস বন্ড প্রাইভেট লিমিটেড, ইস্টার্ন ডিপ্লোম্যাটিক সার্ভিস অ্যান্ড কবির অ্যান্ড কোং ও পর্যটন করপোরেশন অ্যান্ড বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কূটনৈতিক অঙ্গনে কর্মরত ব্যক্তি ও দেশে অবস্থানরত বিদেশি ‘প্রিভিলাইজড পারসনদের’ জন্য আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী শুল্কমুক্ত সুবিধায় মদ আমদানি করা যায়। ভিয়েনা কনভেনশন অনুযায়ী সব দেশই এ সুবিধা দিতে বাধ্য।