বগুড়ার আদমদীঘিতে একটি পুরাতন পুকুর পুণঃখননের সময় কালো পাথরের প্রায় ২৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২২ জানুয়ারি) দুপুর বিকালে উপজেলার নশরতপুর ইউনিয়নের দেলুঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকালে উপজেলার নশরতপুর ইউনিয়নের দেলুঞ্জ গ্রামের জনৈক আমজাদ হোসেনের পুকুর খননকালে মাটিকাটা শ্রমিকরা প্রায় ২৫ কেজি ওজনের কালো পাথরের বিষ্ণুমূর্তিটি দেখতে পায়। আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান আলী জানান, উদ্ধারকৃত কালো পাথরের মূর্তি এখন থানা হেফাজতে রয়েছে। পরীক্ষা নিরীক্ষা করলে বোঝা যাবে মূর্তিটি কিসের এবং এর মূল্য কতো!