বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন রাউজান ডাবুয়া রাবার বাগানের অবসরপ্রাপ্ত সহকারি ব্যবস্থাপক আলহাজ্ব আব্দুল করিম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
গত রবিবার (২৩জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রাউজান প্রতিনিধি মোহাম্মদ রবিউল হোসেন রবি।
জানা যায় কিডনী জনিত রোগের কারণে চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২জানুয়ারি ভোর ৪:৪০ মিনিটের সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৭বছর। একই দিনে দুপুর ২টায় উত্তর হিংগলা ফজলুল কবির চৌধুরী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পাদন করা হয়।
মরহুমের পরিবারের পক্ষ থেকে জানাজায় উপস্থিত সকল মেহমানদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের চেয়ারম্যান ও মরহুমের বড় ভাইয়ের ছেলে অধ্যাপক ডক্টর সুলতান আহমেদ।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন ও তাহার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন ২নং ডাবুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাছ্ব আব্দুর রহমান চৌধুরী,, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুদ্দীন চৌধুরী সাবু,,
সহ সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান টিপু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহেদ মুন্না,ইউপি সদস্য আজাদ হোসেন, ছাত্রলীগ সভাপতি সাজ্জাদ মাহমুদ, কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
জানাজার নামাজে ইমামতি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক মাওলানা মোহাম্মদ মোরশেদুল হক।
তিনি মৃত্যুকালে তিন পুত্র সন্তান, দুই কন্যা সন্তান, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিন পুত্রের মধ্যে বড় ছেলে আরফাতুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং ও বীমা বিভাগের কর্মরত,,মেঝ ছেলে ডাক্তার ফরহাদুল করিম,চাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ও ছোট ছেলে ইন্জিনিয়ার রিয়াতুল করিম, চট্টগ্রাম ওয়াসায় কর্মরত।