কেন এতো আলোচনা?

আর মাত্র একদিন পরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭ তম নির্বাচন। প্রচারণায় মিশা-জায়েদ,  ইলিয়াস কাঞ্চন নিপুন প্যানেল।পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি অভিযোগ তর্ক-বিতর্কও চলছে সমানতালে। তবে জয়ের ব্যাপারে আশাবাদী দুই প্যানেল।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উত্তেজনা ও আগ্রহের কমতি নেই শিল্পী ও ভক্তদের মাঝে। নির্বাচনকে ঘিরে তাই সরগরম এফডিসি। তারকাদের আনাগোনায় মুখর সিনেমার আতুড়ঘর হিসেবে পরিচিত এই আঙ্গিনা।

সবার মনেই একই প্রশ্ন  আগামী দুই বছরে কারা প্রতিনিধিত্ব করবেন চলচ্চিত্র শিল্পী সমিতির? এবার মিশা সওদাগর জায়েদ খানের বিপরীতে নতুন প্যানেল ইলিয়াস কাঞ্চন নিপুন প্যানেল। পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি অভিযোগ তর্ক-বিতর্ক চলছে সমানতালে।তবে জয়ের ব্যাপারে আশাবাদী দুই প্যানেলই।

শিল্পীদের আবাসন নিশ্চিতের বিষয়কে গুরুত্ব দিতে চাই মিশা-জায়েদ প্যানেল। অন্যদিকে সিনেমা হলগুলোর সচল করার প্রতিশ্রুতি ইলিয়াস কাঞ্চন নিপুন প্যানেলের। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।প্রয়োজনে মোতায়েন হবে আইনশৃঙ্খলা বাহিনী। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭ তম এই নির্বাচন।

কেন এতো আলোচনা?দেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment