পোশাক শিল্প খাতে নিয়োজিত কর্মীদের জীবন মানে পরিবর্তন, সবুজ-পরিচ্ছন্ন জ্বালানি তৈরি, কারখানা পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে এর সুফল পাবে পুরো অর্থনীতি বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। তবে এই ধরনের পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ঘাটতি, নীতি সহায়তা, সচেতনার অভাবসহ নানা চ্যালেঞ্জও আছে মনে করে সিপিডি।
আজ রোববার (৩০ জানুয়ারি) রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে সবুজ শিল্পায়ন শীর্ষক আলোচনায় এসব বক্তব্য তুলে ধরা হয়।
দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে শিল্প খাতে পরিবেশগত কমপ্লায়েন্স নিশ্চিতের তাগিদ দিয়েছে সংস্থাটি।
সিপিডি জানায়, বাংলাদেশের তৈরি পোশাক খাতে প্রায় ৪১ লাখ মানুষ নিয়োজিত যেখান থেকে প্রায় ৩২ বিলিয়ন ডলার আয় করে বাংলাদেশ। যা মোট রফতানির ৮৪ শতাংশের বেশি। রফতানির এই আয় বাড়াতে হলে বেশকিছু চ্যালেঞ্জও রয়েছে এ খাতে। এর মধ্যে অন্যতম হলো, আন্তঃজার্তিক নিয়ম মেনে শ্রম ও শ্রমিকের নায্যতা নিশ্চিত, কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করাসহ দূষণ কমানো।
এসময় পোশাকখাতে পরিবেশবান্ধব কারখানা পরিচালনাকারী উদ্যোক্তারা জানান, পরিবেশবান্ধব কারখানা পরিচালনা খরচ অনেক বেশি। তারপরও বেশিরভাগ উদ্যাক্তা আগ্রহী হলেও ক্রেতা-বায়াররা কর্মপরিবেশের মান উন্নয়নের কথা বললেও বাড়তি দাম দিতে চান না।
একই সাথে সরকারের নীতি সহায়তাও সবুজ শিল্পায়ন বান্ধব নয় বলে জানান তারা। বলেন, বেসরকারি খাতের পোশাক মালিকরা নিজ উদ্যোগে, বড় অংকের বিনিয়োগ দিয়ে পরিবেশবান্ধব কারখানা পরিচালনা করলেও লাভজনক করা সম্ভব হচ্ছে না।