আজ রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় কর্ণফুলীর নদীর আনুর মাঝিরঘাট এলাকায় এই এ ঘটনা ঘটে।
জানা যায়, জাল দিয়ে তিনজন মাছ মারার সময় ডিঙ্গি নৌকা উল্টে যায়। এ সময় একজন তীরে উঠতে পারলেও বাবা এবং ছেলে স্রোতের টানে অন্যদিকে চলে যায়। ছেলে পড়ে যাওয়ার পর বাবা তাকে উদ্ধার করার সময় নৌকা উল্টে যায়।
খবর পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এ পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা বাবা ও ছেলেকে উদ্ধার করতে পারেনি। ফায়ার সার্ভিস ভোর ৬টা থেকে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। পড়ে যাওয়া দুজনের নাম হলো তপন দাস ও তার ছেলে সমীত দাস। নিখোঁজ দুই ব্যক্তির বাড়ি পটিয়ার কোলাগাঁও গ্রামে।
চট্টগ্রামের আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন বলেন, মাছ ধরতে গিয়ে কর্ণফুলী নদীতে বাবা ও ছেলে নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়েছে। এখনও অভিযান চলছে।